আজো মনে পড়ে হায়!কবি শিল্পি যারা
যাঁদের অন্তরে আঁকা ফুল ভালবাসা
তাঁরা সব চলে যাবে, হয়ে যাবে হারা
ফুটিবে না আর কভূ কবিতার ভাষা ।
সেদিন দেখিনু কবি ‘নির্মলেন্দু গুণ’
শয্যাশায়ী হাসপাতালে, ‘হার্ট এ্যাটাকে’
চিকিৎসায় ভাল হবে নাকি নিদারুণ
কবিতা হারিয়ে যাবে জীবনের বাঁকে ।


কত কবি,কবি গুরু,কীর্তিমান যাঁরা
ছড়ালো প্রদীপ্ত রশ্মি কবিতা ভুবনে
কালের আবর্তে ফুল হারায়েছে তারা
তাঁদের প্রশস্তি আজ গাহে সর্বজনে ।
কবি ও মানুষ তাই মৃত্যুর অধীন
কবিতার মাঝে তারা বাঁচে চিরদিন ।