এসো না বধূয়া, বসো নিরিবিলি পাশে
দেখো না কেমন বাতাসে মদির গন্ধ
দেখো না কেমন হেনার মধুর বাসে
কালির আচড়ে জনম লভিছে ছন্দ ।
এসো না এবার স্বপনের ছবি আঁকি
হোক না রেখাটা আরো একটু বিসর্পিল ।
জীবনের গান এখনো অনেক বাকী
সুদূর আকাশ শুধু নীল আর নীল ।


তাই প্রত্যাশা জাগিছে এখনো অন্তরে
তাই ভালোবাসার চন্দন হৃদে মেখে
দূর নক্ষত্র দেখো না আকাশ প্রান্তরে
মিটিমিটি হাসে বধূয়া তোমাকে দেখে ।
আপনাকে তুমি চিনো না বধূয়া, প্রাতে
দূর কাঁরাভায় যেতে হবে এক সাথে ।