কুমারী এ ধরিত্রীর পৃষ্ঠদেশে কখন না জানি
পড়িল সূর্যের রশ্মি জ্যোতিষ্মান আলোক চুম্বন
তৃণগুল্ম বনষ্পতি অঙ্কুরিত হ’লো ঘন ঘন
জাগিল অরণ্য গিরি শস্য মাঠ,দূর্গম বনানী ।
সেই তো প্রথম সৃষ্টি সুশোভিত শ্যাম অরণ্যানী
সন্তানের পদস্পর্শে মাতৃবক্ষে পুলক কম্পন
আসিল শ্বাপদ পশু জীবজন্তু জীবন স্পন্দন
শিহরিত পুলকিত ভূমিতল হাসিল জননী ।


তারপর গিরি শীর্ষে নেমে এলো প্রথম মানুষ
মোহিনী জ্যোৎস্নালোকে পুলকিত মধুর আলোকে
জাগিল মানুষ মন সূর্যস্নাত প্রথম প্রত্যুষ ।
নতুন সে সূর্যালোকে নবতর স্বপ্নছবি এঁকে ।।
মানুষের পথযাত্রা সেই শুরু প্রথম সুরুজ
জাগাল অনন্তবোধ কাঁরাভান চলে সেই থেকে ।