পাংশার এ কাব্য লোকে কেগো তুমি কবি
রচিছ কবিতা গান, অক্ষরে অক্ষরে ।
ছন্দ দিয়ে ভাষা দিয়ে আঁকিতেছ ছবি
এই ভূখন্ডের রূপ, ফুটিছে অন্তরে ।
সতত প্রবাহমান পদ্মা ও গড়াই
আজিকেতো শুষ্ক চর, নেই স্রোতধারা
সেকালের সে ইলিশ আজি আর নাই
মাছ নেই খালে বিলে সব আজি হারা ।


তবুও কবির চোখে লেখনীতে দেখি
ফুটিছে নূতন ফুল নব পরিবেশ,
জাগিছে নূতন স্বপ্ন, নব রূপে একী!
পাংশা নয়, আজি জাগে সারা বাংলাদেশ।
ওগো কবি, স্বপ্ন রচো তুমি সারাদিন,
আসিছে আলোক বর্ণা উদ্যমী নবীন ।