আমার পালনকর্তা কোথা কোন জন
খুঁজে ফেরে ইব্রাহিম গিরিদরি বন ।
শত নক্ষত্রের মেলা সুদূর আকাশে
চন্দ্রের রূপালী কান্তি সূর্যের সকাশে
চেয়ে থাকি ইব্রাহিম ভাবে মনে মন,
এই কি আমার খোদা, করি অন্বেষণ
কেটে গেল মন হ’তে বিভ্রান্তির জাল
গগণ মন্ডল আর পৃথিবী বিশাল ।


যিনি তার সৃষ্টিকর্তা পালন কর্তা জন
জানিলাম তিনি খোদ্ প্রভূ নিরঞ্জন ।
আমিতো মুশরিক নহি, তাঁর প্রেমে বুঁদ
‘ইব্রাহিম নহে কভূ নাছারা, ইহুদ’ ।
কাবার নির্মাতা তিনি তাঁর তাবেদার
মুসলিম জাতির পিতা, বন্ধু সে খোদার ।