আমরা যদি হ'তাম বড়, অনেক বড় বুড়ো দাদুর মতো
ঢল দীঘিটার পাশ ঘেষে যেই পদ্ম পুকুর পদ্ম ফোটে কতো।
সেইখানেতে আমের বাগান,জামের বাগান ছোট্ট ঝাউয়ের ঝাড়
লাল টুকটুক কৃষ্ণচূড়া, নীড়ালা মাঠ, পদ্মা নদীর পাড়।
সেইখানেতে ছুটে যেতাম একা একা কভু মনের ভুলে
দেখতে পেতাম ময়ূরপঙ্খি নৌকা চলে ঢেউয়ের সাথে দুলে
সূর্য উঠার সাথে সাথেই শিশির ভেজা পথ মাড়িয়ে চলা
গাছে গাছে পাতায় পাতায় ঢেউএ ঢেউএ নবারুণের খেলা।
দেখতে পেতাম অনেক দুরে রেলের লাইন, উঁচু সরার পুল
দেখতে পেতাম কাশের বনে কী অপরূপ বুড়ো দাদুর চুল।
সকাল দুপুর পার হতো যেই সন্ধ্যা হতো সূর্য যেতো পাটে
দেখতে পেতাম আলোর নাচন মেঘে মেঘে সারা মাঠে মাঠে।
রাতের প্রহর আসতো নেমে বিজন মাঠে ঘরে ফেরার বেলা,
দেখতে পেতাম জ্যোৎস্নালোতে লালপরী আর নীলপরীদের খেলা।


( স্বরবৃত্ত ছন্দে রচিত)