কোন এক মায়াবী রাতে শহুরে আলো ফেলে আমরা জোছনার আলো গায়ে মেখে নেব ।
মাটির রাস্তা ধরে রাতের তারায় পথ চিনে চিনে কোন এক গাঁয়ে পৌঁছাব আমরা দুজনে।
ধুলোবালি মেখে ঝাউবন, আমবন
তারপর কোন পাখির ডাকে হঠাৎ চমকে উঠবো।
কালো দীঘির পাড়ে একটু জিরিয়ে নিব।
দূরে কোন ঝোপঝাড়ে হুতুম পেঁচার ডাক
কদমগাছে বাঁদুরের আনাগোনায় আমরা দুজন নরম ঘাসের বিছানায় মিশে যাবো।
গাছের ডালে রাত জাগা পাখিটার কাছে
আমরা ধরা পড়ব।
ব্যস্ত কাঠবিড়ালী টাও আমাদের দেখে থমকে যাবে।
হয়তো কত কথা তার চোখে, তবু মানবিক প্রেমে হিংসা বেড়ে গেলে সেও ছুটে পালাবে ।
হটাৎ কোন পাখির ডাকে ঘুম ভেঙ্গে যাবে।
সুখ লেগে তরতাজা সতেজ আমাদের শরীর ।
ভোরের আলোয় আবার আমরা শহরের পথে
সরিষা খেত, নদী, ঝোপঝাড়ের গন্ধ ফেলে
কংক্রিটের রাস্তায় এসে দাঁড়াবো।
তরপার সব ভুলে গিয়ে হারিয়ে যাব আবার
প্রাণহীন চকচকে ধুলোবালি হীন বাস্তব জীবনে।