আমার উঠোন জোড়া ভালোবাসা
ছাদের আকাশে রাতের ভরা তারা।
ব্যালকনিতে শিস দিয়ে যায়
বেনামী কোন পাখিটা।


পুকুর ধারে সন্ধ্যা নামে
আমার ঘরে আলোর খেলা।
আলমারিতে রেখে দিলাম
আমার যত্ন করা ভালোবাসা।


রাতের ঘুম হারিয়ে গেছে
আলমারিতে চোখ চলে যায়।
ওই পাখিটার নাম জানিনা
তবু তাকেই আমার চাই।


ছাদের কোনে দাঁড়িয়ে দেখি
দুপুরবেলায় কুটুম পাখি।
মন ভরে যায়, বুক ভরে যায়
সেকি আজ আসবে নাকি?


মেঘ করেছে বৃষ্টি নামুক
ছাৎ ছেতে কাদায় ভরে যাক।
আমার উঠোন ভরা থাক
শুধু তোমার পায়ের দাগ।


লাল শাড়িতে খোলা চুল
মনের মধ্যে করো বসবাস।
সন্ধ্যাবেলার আবছা আলোয়
তোমায় চাই যে বারো মাস।


দূরে কোথাও বাঁশবনে
শুকিয়ে যাওয়া বিলের পাশে
শুকনো মাঠে দাঁড়িয়ে আছি
ঝড় নেমেছে শ্রাবণ মাসে।


রাত নেমেছে ঝড় থামেনি
উঠোনজুড়ে জল জমেছে।
হঠাৎ করে চোখ চলে যায়
দরজা খোলা আলমারিতে।


(২৮.০৫.২০ মিউনিখ, জার্মানি)