মধ্যবয়স্ক কবিতা


আসলে এই কবিতাটি ব্যাঙের ছাতার নীচে বসে লেখা
সংসার যেমন হয় ছেলে-পুলে ব্যাঙাচি পরিবার
আমারও সাধ ছিল একদিন ভালো বাবা হব
বইখাতা, টিউশন ফি সব দেব, হাত খরচের নামতা
দিন কয়েক আগে টেঁর পেলাম
আমি আর ছেলেটি নেই হয়ে গেছি লোকটা
মানুষ যেমন হয়, কাকু-জ্যেঠু  
পাড়াতো মামা।


বাসের ভিড়ে মেয়েটি আমাকে বললঃ
কাকু, আমি আপনার ছেলেকে চিনি ।