পেট বোঝেনা লকডাউন,মহামারী -
বোঝেনা কড়া নির্দেশ সরকারী।
সে চেনে শুধু একমুঠো ভাত,রুটি -
তার নিয়মে নেই কোনো ছুটি।
হিসাব তার বেঁচে থাকার সাথে,
গড়মিলেই রওনা দেয় মৃত্যুর পথে।


যাদের পরিশ্রমে প্রাসাদ গড়ে ওঠে,
খাটুনি মেশায় ইট,বালি,সিমেন্টে।
কিংবা রিক্সার প্যাডেলে যাদের,
জন্ম দেয় ভাত পরের দিনের।
পরিচয়ে যারা নিত্য দিনমজুরি,
থমকে গেছে তাদেরও জীবন ঘড়ি।
পথে পথে একটা দুটো টাকা,
ভিক্ষা করে যার বেঁচে থাকা...!
কে নেয় তার খোঁজ,তাদের খোঁজ!
কি খেয়ে কাটায় তারা রোজ!


মহামারী ছোঁয়ার আগেই ভয়,
না জানি অনাহারেই মৃত্যু হয়...!
সব ছলনা- আইন,ধর্ম,জাতপাত,
বাঁচার চাহিদা শুধু একমুঠো ভাত।


______________________________
রচনাকালঃ
১০ এপ্রিল ২০২০
রাত্রি ১২ টা ৫৬