অভিমান রাগারাগি ঘুমায় পাশে
বন্ধ কথা,বন্ধ দেখা ওসব চলে।
চুপটি করে সময় মুচকি হাসে
জানে- ভালোবাসে ওরা আড়ালে।


দূরে থেকেও এক হয়ে থাকা
একেই বলে অমর ভালোবাসা,
হঠাৎ কথায় তুমি বলে ডাকা
দুজনের একটু কাছে আসা।


তার সাথেও চলে এমনই হয়ত!
দেখা সাক্ষাৎ প্রায় নেয় ছুটি,
প্রেমের প্রদীপ যদিও জ্বলন্ত
আমার জন্য পাগল লক্ষ্মীটি।


সামনাসামনি প্রেম বহু ব্যবধান
শেষ সাক্ষী ছিল গত ফেব্রুয়ারি!
এইতো এলো খুশীর আমন্ত্রণ -
কাল নাকি আসছে কেউ বাড়ি।


হাত জাপটে বসা,জড়িয়ে ধরা
অপেক্ষার শখ স্নান সারবে আদরে।
ক্ষুধার্ত চোখ আনন্দে দিশেহারা
দৃষ্টির মিলন সাড়ে চারমাস পরে।


__________________
রচনাকালঃ
১৮ জুলাই ২০২০
রাত্রি ১০ টা ৪৫