স্বাধীন দেশের নাগরিক বলে গর্ব করো?
মানায় না তা একেবারেই,মানায় না।
যেখানে নারী পায় না যোগ্য সম্মান,
নেই তার আত্মমর্যাদার এতটুকু স্বাধীনতা,
স্বাধীনতা থাকে চাপা পড়ে অমানুষদের
পায়ের তলায় দম বন্ধ হয়ে নিজেই...
গর্ব কোরো তুমি সেদিন যেদিন পারবে
নারীদের ফিরিয়ে দিতে পথে একা চলার
পূর্ণ স্বাধীনতা,না থাকবে মনে কোন ভয়
পাড়ার জানোয়ার কুকুরগুলো যেদিন আর
মাল বলে তাদের কাটবে না টোন টিপ্পনী...
গর্ব কোরো তুমি সেদিন যেদিন আর
পুরুষেরা নারীদের উপভোগের পণ্য নয়,
দেখবে শ্রদ্ধার চোখে, করবে সম্মান...
সুযোগ বুঝে কোমল শরীর জঙ্গলে নিয়ে
নর পিশাচের রূপে দল বেধে ভক্ষন নয়,
বরং রক্ষী হয়ে নিরাপত্তার নেবে দায়িত্ব।
গর্ব কোরো তুমি সেদিন যেদিন আর কোন
বাড়ির বউকে শাশুড়িরা প্রতিদ্বন্দ্বী নয়
নিজের মেয়ের মতই বাসবে ভালো তাদের।
কথায় কথায় বাপের বাড়ির অপমান,
উঠতে বসতে কথা শোনানো,করবে না
এমন আর মানসিক জঘন্য অত্যাচার,
শরীরে হাত দিতে লাগবে তাদের মায়া।
গর্ব কোরো সেদিন তুমি যেদিন পারবে
এমন এক মুক্তমনের স্বাধীন সমাজ
গড়ে তুলতে যেখানে নারী চলবে সদা
মাথা উঁচু করে সসম্মানে হাসি মুখে।
বন্দী স্বাধীনতা মুক্ত হয়ে হেসে খেলে বেড়াবে
সকল দেশবাসীর মনে,অন্তরে,অন্তরে...।


____________________________________________