কত ঘুমায় মরার মত
বড়লোকের বেটি,
ইচ্ছা করে টেনে তুলি
ধরে চুলের মুঠি।


দুপুর হলেই ঘুম ধরে
কাজ কি বাড়ির নাই,
এমন অলস বৌমা নিয়ে
কোথায় আমি যাই।


কেন মা এমন করে
কথা শোনান এত,
সব কাজই শেষ করেছি
রান্নাবান্না বাসন মাজা যত্ত।


ভোর থেকে কাজের পর কাজ
বসার সময় নাই,
এত কাজের মাঝে মা
রেস্ট তো একটু চাই।


হয়েছে তোমার ডায়লগ বাজি
তর্ক মুখে মুখে,
আমরাও অনেক করেছি কাজ
থাকিনি এতো সুখে।


তোমার কথা কি আর বলি
শুধু কাজে ফাঁকি,
তোমায় করে বাড়ির বউ
ভুল করলাম নাকি!


একটু শুধু শুয়েছি বলে
আপনার এত আপত্তি!
আমিও তো মানুষ মা
হয়না কি একটুও ক্লান্তি।


কি ক্ষতি ভাবলে আমায়
আপনার নিজের মেয়ে,
নাইবা করলেন এত হিংসা
আমার একটু সুখ নিয়ে।


_____________________________