দরজা বন্ধ ডাকে আকাশ প্রকৃতি
পা বাড়ালেই বাইরে আঁকা গণ্ডি,
পরীক্ষায় বসে চুপ অপ্রস্তুত নিয়তি
গাড়ি চালাতে আর যায়না চন্ডি।


ফাঁকা শহরের রাস্তা বড়ইই খুশি
ভোর থেকে রাত হয়না তার খুন,
নিস্তব্ধ বাতাসের গালভরা হাসি
বুদ্ধিমান জীব - নতশির করুণ।


হাসপাতাল হয়েছে গৃহস্থের প্রতিবেশী
ভয়ের সেতু ধরে গৃহবন্দি তাই,
মহামারির লোভের জিহ্বা।সে মাংসাশী-
ইতিহাসের জমিতে দখল তার চাই।


আহত পৃথিবীর মুখ মাস্কে ঢাকা
ভগবান আল্লা বুদ্ধ যীশু ঘুমন্ত,
থমকে গেছে শতাব্দীর চলন্ত চাকা
ঝড়ের গতিবেগে মন হয় অশান্ত।


যুদ্ধের মাঠে মানুষ আর "অদৃশ্য"
হাতে মৃত্যু ওদের গিলছে দেশ,
হারার স্বভাব নেই এদেরও অবশ্য
একতার অস্ত্রে যুদ্ধ করবে শেষ।


_____________________________
রচনাকালঃ
২৭ মার্চ ২০২০
রাত্রি ১০ টা ৫২