সেবারের মত তোমার জন্মদিনে
নাইবা হল কেক কাটা,নাইবা হল
জমিয়ে পার্টি,আড্ডা,খাওয়া...
নাইবা হল গালের কেক গালে দেওয়া,
কেকের টুকরো দুজন দুজনাকে
খাইয়ে দেওয়া,দুষ্টুমি আর সেলফি...
নাহয়,হলই বা পার্টি তোমার বাড়ি,
এবার নাহয় লিস্টের বাইরে আমি।
তবুও ভালোবাসার যে বন্ধনে তুমি
বেধেছ আমায় অদৃশ্য মায়ায়,
থাকবে তা অটুট চিরন্তন,আজীবন।
নাহয় থাকলাম দুজন দুই প্রান্তে,
আমি তুমি এপার ও ওপার বাংলা।
নাইবা হল দুজন দুজনার সাথে দেখা,
নাইবা বললে একটু মিষ্টি হেসে কথা;
তবুও প্রার্থনা বিধাতার ওই চরণে-
আমার ভালোবাসার মন্দিরের দেবী
শুভ্র আর পবিত্র হয়েই যেন থাকে
প্রতি মুহুর্তে, জন্ম জন্মান্তরে...
নাইবা ডাকলে একটু তোমার কাছে
বুকে জড়িয়ে নাইবা তুমি ধরলে,
তবুও তোমার ভাবনাতেই থাকব ডুবে,
তোমার রূপেই সেজে উঠবে যত
কবিতার ছন্দ আর ডায়েরীর পাতা।


____________________________________