ক্ষমা,চাইলে তুমিই শুধু
করতে সেটা পারো...
কারণ,আমার পাপ-পুণ্য
তুমি নিজেই গড়ো...


তোমার মাপেই তৈরি সেতো
আমার হাতে খড়ি...
সব পাপের বিনাশ করতে
তোমায় জড়িয়ে ধরি...


মন্দির,মসজিদ,গির্জার দ্বার
বন্ধই নাহয় থাক্...
তুমি থাকতে কি দরকার
মাছ ঢাকতে শাক...


যেদিন হবে বঞ্চিত এই
অধম,ছোঁয়ার থেকে...
নামাবলীর আড়ালে সেদিন
পাপ থাকবে ঢেকে...


তোমায় ভুলে বিশ্বাসেতে
আমি পরিচিতিতে পাপী...
তুমিহীনা সংসারের বুকে
আমি কবরের গর্ত মাপি...


_____________________________
রচনাকালঃ
৭ ফেব্রুয়ারি ২০১৯
মধ্যরাত্রি ১২ টা ৪৪