আসো অন্ধকার গাঢ় হয়ে
বেশি বেশি, দল বেধে...
ধীরে ধরো ঘুণে ধরা
জীর্ণ আলোর বসনে ঢাকা
নেতিয়ে পরা ঐ মস্তকহীন
জীবন্ত স্থীর উইপোকার ঢিবিকে।
অন্ধকার শুষে নাও তার অস্তিত্ব,
কম পুষ্ট হয়নি তো সে এতদিন,
মিষ্টি আলোর রূপালী পুষ্টিতে!
রূপসী চন্দ্রিমার কোমল আলোকে
হয়েছে উজ্জ্বল, হয়েছে গর্বিত।
যা পেয়েছে তার পারদস্তম্ভ
মুছে দেয় পরিমাপক সূচকদের...
জীবন সমার্থকতার সঞ্চিত মূলধন
অর্জন হয়েছে প্রচুর,যথেষ্ট তার জন্য।
যা হয়নি পাওয়া অপ্রাপ্যই থাকুক নাহয়।
প্রয়োজন এখন শুধু অন্ধকারের
প্রয়োজন নিজেকে নিশ্চিহ্ন করার...
তাই আসো অন্ধকার আসো,
ঝাপিয়ে পরো তার ওপর,
মুক্তি দাও তাকে ব্যর্থতার ঘৃণ্য
ষড়যন্ত্রের মায়াজালের খেলা থেকে।
অন্ধকার গ্রাস করো তাকে,
ধূলিসাৎ করো তার অবস্থান,
অন্ধকারের প্রতিকণায় মিশে যাক
তার গর্বিত,অপয়া অস্তিত্ব।