আজ সানাই বাজবে আবার,
আবারও কান্না ঝরবে সানাইয়ের সুরে।
বৃষ্টি হয়ত হবে না বাইরে,
কিন্তু ঝড় হবে নরম এক কোণে।
গোলাপকে সাজিয়ে যতন করে
বসাবে সিংহাসনে,লোকের ভিড়ে,
(কেড়ে নেওয়া মন্দিরের প্রতিমা)।
আনন্দের ফোয়ারায় উপহারের ঢেউ,
ভিড়ের মাঝেই শকুনের আড়চোখ -
লোভের গন্ধ পকেটের ইচ্ছায়।
পোকার মেলা সাঙ্গ হলেই -
বন্ধ ততক্ষণে রজনীগন্ধার গন্ধ
ঠাসা দরজার দুই ভারী পাল্লা।
ভেতরে শুধু বাঘ - হরিণের ছায়া,
দরজা খোলে,সকালও হয়,
কিন্তু, গোলাপ ..................
গোলাপের মিষ্টি গন্ধ অন্যের গায়ে,
ছিন্ন ভিন্ন পাপড়ির রঙ ফ্যাকাসে।
এভাবেই মুছে যায় বইয়ের পাতা থেকে
পুরনো মিষ্টি ছন্দের কবিতার অক্ষর,
গেড়ে বসে পাথরের দৃঢ় প্রাচীর।
হারিয়ে যায় কবিতা অন্যের রুমালে।


___________________________________
রচনাকালঃ
২০ জুন ২০১৮
রাত্রি ৮ টা ৫৫