আনন্দ মাপে বোতলের ইশারা
নেশার আঙ্গুল মাথার উপর,
নষ্টামির জন্তু উন্মত্ত দিশেহারা
খুলে যায় সম্মানের কাপড়।


সততা চুবিয়ে রঙিন পশুত্ব
ঢলে পড়ে জোর-জুলুমে স্নান,
পর্দার তামাশায় স্পষ্ট সত্য
ভেজা চোখে মনুষ্যত্বের অপমান।


লাল নীল হলুদ ছাপিয়ে গায়ে
স্লেটে আঁকো রঙিন দিনটা,
জীবন হাসে কাটায় শুয়ে
এসবের মূল্য নেই ছিটেফোটা।


রঙের ঝরনা দাও বইয়ে
কারো জীবনের পাতায় পাতায়,
সেদিন হুঙ্কার বুক উঁচিয়ে
সেই সুখটাই রামধনু সাজায়।


জীবনের দোয়াতে রঙের ঘাটতি
আগানো পেয়ালায় তৃপ্তির ঋণ,
মিটিয়ে দিয়ে শাস্তি সব বাড়তি
হোক সবার রঙিন প্রতিদিন।


_____________________________
রচনাকালঃ
২১ মার্চ ২০১৯
বিকাল ৪ টা ৩৭