বন্যার হুংকারের ঢেউ আর অসহায় মানুষের
আর্তনাদের অশ্রুজলে ভিজে গেছে কলমের কালি,
শব্দেরা এখন চায়না খেলতে ডায়েরীর পাতায়,
যাক তারা তবে শীতঘুমের শান্ত আলয়ে।
পরাশ্রয়ী কলম উদ্বাস্তু,অসহায়ত্বে কারাবন্দী,
প্রকৃতির রুদ্ররূপে স্তম্ভিত কবিতারা হতবাক।
সূর্যের প্রখরতার আশার হাত ধরে দিন গোনে
রৌদ্রভেজা শুকনো দিনের সুনির্মলতার অপেক্ষায়।
ফিরে আসুক শান্ত প্রকৃতির ফুলে ফলে ভরা
নববধূর সেই লাজুক চাহনীর আদুরে রূপ।
হাসীমুখগুলিতে আবার আসুক হাসির আলোড়ন।
কবিতারাও তখন উঠবে নেচে  সানন্দে
মানস প্রতিমার নূপুরের ছন্দে তাল মিলিয়ে।


_______________________________________
রচনাকালঃ
১৯ আগস্ট ২০১৭
সকাল ৭ টা ৩