ডিজের তালে চার'পা একসাথে
ভালো নাচতে পারে তোমার স্বামী,
তোমায় ধরে নাচা নেই বরাতে
তার মুখের হাসিটা বেশ দামী।


হয়ত প্রাসাদ বা টাকার বাতাস
জিতে নিল তোমায়,আমার থেকে।
পরশু ছিল সিঁদুরদান, উপবাস-
বৌভাত আজ বলল তারিখ ডেকে।


ইচ্ছা ছিল তোমায় বিয়ে করে
আনবো বাড়ি পালকিতে চড়িয়ে,
তোমার মুখে আনন্দ পড়বে ঝড়ে
পাড়ার লোকে দেখবে অবাক হয়ে!


ইচ্ছায় তুমি ঢেলেছো কেরোসিন
আমি তাতেই আগুন হয়ে জ্বলি,
মিটিয়ে দিলে ভালোবাসার ঋণ
কেন যে আমি বৃথাই প্রলাপ বলি!


খাওয়া দাওয়া শেষে দুইজনে
স্বর্গে দিও পা একই কক্ষে,
স্বামীর সাথে এগিয়ে চলো সামনে
আমার বুকে চরণখানি রেখে।


একই রাত একই সময়। তবু -
তোমার রুটিনে মজা,শাস্তি আমার!
সুখে থেকো অনেক,কষ্ট নয় কভু
অভিনন্দন! - ফুলশয্যা দ্বিতীয়বার!


___________________
রচনাকালঃ
২০ জানুয়ারি ২০২১
রাত ১০ টা ২৮