চাকরি চাই চাকরি চাই স্লোগান স্লেটে।
সার্টিফিকেটের ভিড়ে ঢেকে যায় মুখ,
ঘুমায় যারা সুখে সিগারেট গোজা  ঠোঁটে -
শিকড়ে গন্ধ পচা, মাটিতে অসুখ।


সহজ খুঁড়ে খোঁজা জটিলের রক্ত
এটাই জানে ধর্ম বৃদ্ধ গণিতের।
সাদা পোশাক শুধু বাঁহাতের ভক্ত,
চেয়ার ভালোবাসে সিনেমা- বর্ষা মেঘের।


শূন্যপদের বোর্ডে ঝোলে বেকারত্বের আশা।
চাকরি বাঁধবে ঘড়িতে,স্বপ্নের হিমালয়,
কে জানে রাজা মেলেছে রঙিন কুয়াশা!
তাজমহলও ভাঙা যায় নোংরা দাবায়।


মাঝে মাঝে ঝড় ওঠে শূন্যপদের খেলা
সংখ্যাটা দেখাতে হয়,টিআরপি বাড়ে,
বেকারের যত্নের ফ্রম ওদের অবহেলা!
আসলে যা হয়- বুকিং ভেতরে ভেতরে।


ভ্যাকেন্সির অর্থ ওরা বলে কর্মখালি!
ভোরের সানগ্লাসটা খুলে ফেলো রানী-
এবার বুঝবে "ভ্যাকেন্সি মানে হোলি"!
যার আছে রঙ তারই কেনা জমি।


_____________________
রচনাকালঃ
৪ জুন ২০২০
রাত্রি ৮ টা ৩
© মনোজ