এসো হে বৈশাখ নব সৃষ্টির মননে,
নব উচ্ছাসে মানুষের মনে মনে।
জীর্ণ সকল গ্লানি মুছিয়ে দিও আজ,
চিত্ত নতুন রঙে হোক বিরাজ।
ধরায় ভরাও সুখ শান্তি প্রীতি ফের,
মানুষের মহামিলনে বাড়ুক সম্প্রীতির ঢেউ।

এসে হে বৈশাখ নব চেতনার দ্বারে,
নব বিপ্লব জাগিয়ে মনুষ্যত্বের অন্তরে।
বিকশিত হোক সকলের বিবেক আজ,
জাগ্রত হোক সুন্দর যত আবেগ।
বৈরাগ্য ব্রহ্ম ভাবে চিত্ত হোক শুদ্ধ ফের,
মহানন্দে ভরুক বিশ্ব - বিনোদন হোক স্বচ্ছ ফের।
(কবি শ্রীমন)