গুটি পাকার সময় হলে
সমস্ত ডাল-পাতা জুড়ে চলে শৈত্য প্রবাহ।
রঙীন প্রজাপতিরা নেশায় তখন বুঁদ।
বেবাগী ঘুড়ি চিনে দিক।হাওয়ায়।
গুটি কাটানোর সময়ে
মারে টান বাঁধানো কাঁচের সুতোয়।
পাতা,ফুল,শিরা-উপশিরার
আকুতি পড়ে চোখে।
মৃত্যু মুখে পতিত হলেও
জ্বলন্ত লাভায় পরাগরেণু ছড়িয়ে রাখে।