একটা দেশ ভাঙলে,
  পরিযায়ী পাখিরা ঠিকানা খুঁজে ফেরে।
              নিরাশায় মেলে পাখা
            -স্রোতের বিপরীত।
   না বলা ব্যথা জমে ভোরের কুয়াশায়।


      আর সে দেশের মন ভাঙলে
             রংমহলে সপাট চাবুক।
               পিদিম আলোয় স্বপ্ন গুলো
       কেমন যেন কাজল কালো ছায়া,
               -ভিতরে সব চুপ।
         দুয়ারে শুধু ধূলোঝড় নামে।


         স্বপ্নে তবু খেলে কানামাছি
সব দেয়ালে দীর্ঘশ্বাসের আঁচড়,পড়ে কম-বেশি।