শিকড়ে শিকড়ে অন্তসলীলা
মাটি গেঁড়ে দূর দেশ চালান।
যে জানার সে জানে।
প্রতিশোধ স্পৃহা শিকড়ে শিকড়ে জমে।
অক্টোপাশ হয়ে আকঁড়ে,
শুষে শুষে খায় রক্তকণিকা।ধ্বংস করে।


ক্ষত জমে এ বুকেও।ধুঁয়া ধুঁয়া।
  সময় এখন অভিমানের।
আড়ালে-আবডালে পাঁজর ফুঁড়ে।
ব্যাপন-অভিশ্রবণ বন্ধ হলে,
শুকিয়ে ফিনফিনে পর্দার মতো
ছাই হয়ে মিশবে বাতাসে।
ক্ষত জমবে কবরে,জানালার ফাঁকে,
বিবর্ণ ছেঁড়া পাতায়।
আর এ মনেও।কিনারে কিনারে।