১.দরজা


বাইরে থাকলে পাখি
ভিতরে শিকল বাঁধা মানুষ


২.এম.এম.এস


তোমার সৃষ্টির সময় ব্রহ্মা ছিলেন খুঁতখুঁতে
অথচ গর্বে তুমি আরেকজনকে মুগ্ধ করলে।


৩.আসন


অচ্ছুৎ ভেবে লাথি মেরে কিছু ধূলো ছিটিয়ে দি


৪.লিপস্টিক


দিনে নিপুণ সাজিয়ে নিয়ে রাখে
রাত্রে উলঙ্গ-
ছড়িয়ে দেয় শরীরে শরীরে।


৫.নিরক্ষরেখা


তোমার পরিকল্পিত হত্যার আগে
প্রেমিকাকে শেষবার প্রদক্ষিণ করে।


৬.বই


নিজেকে জ্ঞানী ভেবে মুখ থুবড়ে পড়ে থাকে
আমি চিৎকার করে কেবল নীতি বাক্য শুনিয়ে যাই।


৭.ফোন


ছদ্মবেশী চরিত্ররা নিশ্চিন্তে চলাফেরায় ব্যস্ত


৮.শরীর


পৌরাণিক ব্যাখ্যা-‛মায়া’
তবু গন্ধ পেলে বার বার ছুটে যাই।


৯.আয়না


ঝাঁঝরা মুখোশে পারদ লেগে চকচক করে।


১০.দশ বছর পর


আমরা সবাই ভালো আছি-‛অবাক ভাবে’