আঙুল থেকে আঙুলে পৌঁছালে
হাত এসে হাতে মিশে অজান্তে।
    ঢেউ চুল ছেড়ে ঠোঁট ছুঁলে
ভিড় করে একবুক শব্দ,
           -কিছু নামি,কিছু বেনামি।
মন থেকে এক একটা পালক খসে পড়ে।


আঁকশি গাঁথা গল্প গুলো
শীত চাদর মুড়ি দিয়ে
পাড়ি দেয় অঘ্রানের দেশে।
--শুধু কাঁপে মাস্তুল খানি।
সবুজ কচি কচি ঘাসের মতো।
বুকের কাছাকাছি শৃঙ্গ বেয়ে ঢলে পড়ে মন,
                      -দ্রুত।
স্বাস প্রশ্বাসের প্রলয় সংকেত-
    শরীরে জুড়ে মাদল বাজে-
             শরীর জানে,শরীর পুড়ে।