(১)
পাখার নিচে লম্বা দড়ি সঙ্গে ডাইরি,
মানুষের মতো নড়ছে,হাঁটছে শুঁকে নিচ্ছে।
কিছুক্ষণ হটাৎ শান্ত নিঝুম চুপচাপ।


হঠাৎ ঘন্টা বাজে,হঠাৎ কান্না।


পাখার গায়ে একটা লম্বা দড়ি সঙ্গে album
এখানে দিন-রাত মৃত্যুর চলে মাপ।


(২)
সিঁড়ির কাছে পড়ে আছে শুধু মড়া
ছাদের ওপর চেয়ার ছায়ার ঘন সমাবেশ
আলোর নিচে মাদুর আর শুন্য শব্দ।


বুকের ভেতর হাজার গুলির লড়াই
ফিনকি দিয়ে শুধু রক্ত সাদা জল।
আলোর নীচে মাদুর আর শূন্য শব্দ।


ওখানে আর যেও না,
ওখানে তেমন খাদ নেই গভীরতা নেই।
ওখানে শুধু থমকে সমতল।