পাহারটার গায়ে প্রেমের শাপ
লেগে থাকে আতরের মতো।
যতদিন শাপের বিষ অঙ্কুরিত বেঁচে থাকে প্রেম।


যে কথা রয়ে গেছে পাহাড়ের খাঁজে খাঁজে,
বোবা হয়ে হেঁটে বেড়ায়,
ঠকঠক পাথরের পাঁজর কোঠায়।
আগুন রাঙা অতীত পথে শুঁকে দেখে পড়ে থাকা ছাই।
পাহাড়ের অসফলতা।
নদীর সঙ্গে মিলবে বলে একদিন-
ছিনি দিয়ে নিজের বুকে পাথর কেটেছিল।
রক্তে ভেসে গিয়েছিল সমস্ত ন্যাড়া পাহাড়।


আজ আতরের আদর গন্ধ উবে গিয়ে
প্রেমের মৃত্যু ঘনিয়ে আসে-
একদিন ধীরে ধীরে,
কখন বুঝি তোমারও মৃত্যু হবে।
শুধু শুধু পাহাড়কে দোষী করো না আর।