আহমদ ফারাজের বিখ্যাত গজল
     (কাব্যানুবাদ)
     (উৎসর্গঃ শ্রদ্ধেয় কবি নেসার চৌধুরী অনু)


রনজিশ হি সহি দিল হি দুখানে কে লিয়ে আ


[ রনজিশ হি সহি দিল হি দুখানে কে লিয়ে আ
আ ফির্ সে মুঝে ছোড় কে জানে কে লিয়ে আ ]
দুখ-জাগানিয়া! হৃদয় পোড়াতে কাছে আয়
আয় ফের্ আমাকে ছেড়ে চলে যেতে কাছে আয়


[ কুচ তো মেরি পিন্দার-এ-মোহাব্বাত কা ভরম রাখ
তু ভি ত কাভি মুঝ কো মানানে  কে লিয়ে আ ]
কিছু তো আমার ভালোবাসার দহনের ভরম রাখ
না-হয় কভু তুই আমার মান ভাঙ্গাতে কাছে আয়


[ পেহলে সে মারাসিম না সহি ফির ভি কাভি তু
রোসম-ও-রাহে দুনিয়া হি নিভানে কে লিয়ে আ ]
প্রথম ভোরের মৌসম নয় জেনে তবু কখনো তুই
রীতি ও প্রথার ভবে লোক দেখাতে কাছে আয়


[ কিস্ কিস্ কো বাতায়েঙ্গে জুদায়িকা সবাব হাম
তু মুঝ সে খাফা হে তো যামানে কে লিয়ে আ ]
কা'কে কা'কে বলবো এ বিয়োগ-ব্যাথার কারণ আজ
তুই আমাতে বিরাগ যদি, আনমনে কাছে আয়


[ এক উমর সে হু লাযযাত-এ-গিরিয়া সে ভি মেহরুম
আয়ে রাহাত-এ-জান মুঝ কো রুলানে  কে লিয়ে আ ]
কতো বসন্ত পার হলো কান্না হয়েছে গুম
ও আমার প্রেম! আমায় কাঁদাবে বলে কাছে আয়


[ আব তাক দিল-এ-খুশ_ফেহাম কো তুঝ সে হে উম্মীদ
ইয়ে আখেরি শাম্মায়িন ভি বুঝানে কে লিয়ে আ ]
আজো তোর প্রতি রয়েছে ভরসা হৃদয়ে সজীব
তমসায় এ শেষ দীপশিখা নেভাতে কাছে আয়



(অনুবাদে গজলের আঙ্গিক অনুসরণ করা হয়েছে)


নিউইয়র্ক
১০ নভেম্বর, ২০১৭