সারে জাহাঁ সে আইচ্ছা ইয়ে হিন্দুস্তাঁ হামারা


কবিতাঃ তারানা-ই-হিন্দ
মূল কবিঃ আল্লামা ইকবাল
কাব্যগ্রন্থঃ বাঙ্গ-ই-দরা
ভাষাঃ উর্দূ
----------------------------------------


সারা বিশ্বের চেয়ে শ্রেষ্ঠ এ হিন্দুস্তান আমাদের
আমরা সবাই বুলবুল, এ ফুলবাগান আমাদের


বিভুঁইয়ে থাকি যদি, প্রাণ রয় পড়ে স্বদেশভূমে
আমাকে খুঁজো ঐ যেথায় হৃদয়ের স্থান আমাদের


ঐ পর্বত যেমন উঁচু, নিকট প্রতিবেশী আকাশের
ঐ রক্ষীসেনা পাহারায় সতত শক্তিমান, আমাদের


বুকের সমতলে কুলু কুলু বয় যার সহস্র তটিনী
সকলের হিংসার কারণ এমন বাগান আমাদের


হে গঙার ঊর্মিমালা! তোমার মনে পড়ে ঐ দিন?
পৌঁছে গেলো তোমার কিনারে কারাভান আমাদের


'মাযহাব' শেখায়নি নিজেদের মাঝে করি ঝগড়া
আমরা ভারতীয়, জন্মভূমি হিন্দুস্তান আমাদের


গ্রীস, মিশর, রোম সব ছেড়ে চলে গেছে পৃথিবী
আজো কিন্তু টিকে আছে নাম ও নিশান আমাদের


গর্বের কথা - আমাদের অস্তিত্ব মোছে যাওয়ার নয়
শতবর্ষ ব্যাপী অতীত ছিল যদিও দুশমন আমাদের


'ইকবাল' কেউ নয় স্বজন তোমার এ পৃথিবীতে
কে আছে বুঝবে গোপন ব্যথার উপাখ্যান আমাদের


নিউইয়র্ক
২৯ নভেম্বর, ২০১৭
----------------------------------------


(মূল উর্দূ - বাংলা উচ্চারণ)


সারে জাহাঁ সে আইচ্ছা ইয়ে হিন্দুস্তাঁ হামারা
হাম বুলবুলে হে ইস কি, ইয়ে গুলিস্তাঁ হামারা


গারবাত মে হো আগর হাম, রেহতা হে দিল ওয়াতান মে
সমঝো ওহি হামে ভি, দিল হো জাহাঁ হামারা


পর্বত ও সব সে উঁচা, হামসায়া আসমাঁ কা
ও সান্ত্রি হামারা, ও পাসবাঁ হামারা


গোদি মে খেলতি হে ইস কি হাজারো নাদিয়াঁ
গুলশান হে জিন কে দাম সে রাশাক-এ-জিনাঁ হামারা


আয়ে আব-এ-রুদ-এ-গঙা! ও দিন হে ইয়াদ তুয কো?
উতরা তেরে কিনারে যব কারওয়াঁ হামারা


মাযহাব নাহি সিখাতা আপস মে বেড় রাখনা
হিন্দি হে হাম, ওয়াতান হে হিন্দুস্তাঁ হামারা


ইউনান-ও-মিসর-ও-রোম সব মিট গায়ে জাহাঁ সে
আব তক মগর হে বাকী নাম-ও-নিশাঁ হামারা


কুচ বাত হে কে হাস্তি মিটতি নেহি হামারি
সাদিয়ো রাহা হে দুশমন দৌড়-এ-যাহাঁ হামারা


ইকবাল! কোই মেহরাম আপনা নাহি জাহাঁ মে
মালুম কিয়া কিসি কো দরদ-এ-নিহা হামারা
        
              ------------------