খোদাই কবর


আমাকে ফিরতে বলে দেয়া হয়েছে সামনে যেখানে গ্রাম
রাস্তা চলতে দরিয়া-পাহাড় আষ্টে-পৃষ্ঠে চলবে
দ্রুত পায়ে চলছি, দৃঢ় অঙ্গ, এভাবে চলতে থাকবে
ক্ষুধা পেলে ঠায় কেটে খাবো ঝুলি থেকে আধা-পাকা আম
জিরোতে তরুছায় লিখে দেয়া হয়েছে সরল প্রোগ্রাম
আহার অন্তে রবীন্দ্রনাথে হৃদয়-চেরাগ জ্বলবে
ভাবছিনা আমি আর আমাকে দেখে লোকরা কে কী বলবে!
আমার নয় স্থল স্থিরিকৃত, তেমনি জানিনা স্বনাম


পদভরে চলা যায়; চলতে প্রয়োজন ব্যাঘ্র শক্ত
পেশী, মুষ্টিবদ্ধ হাত যা উঠায় লোকদেরে শৃঙ্গে
আমিও পৌঁছে গেলে খানিক হতেও পারে খবর-জবর
আহা! কাঁপছে বক্ষ দেখে বাঁকে তাজা লাশ ও রক্ত
আমি চলি- নদী চলে, পর্বত খেলায় একই ঢঙ্গে
যখন ছুটছি, ছুটছে আমার দিকে খোদাই কবর


(পেট্রার্কান সনেটঃ কখখককখখক গঘঙগঘঙ)