যার জন্য কাঁদি আমি,
সে-তো বুঝল না,
সুখের লাগি আসিল সে,
আমায় বুঝল না।

ইচ্ছে ছিল প্রান পাখিরে,
বাঁধব মোর হৃদয়ের খাঁচায়,
চালক পাখি ধরা দিল না,
কেঁদে কেঁদে বুক বাসায়।

পাখি তোমার মন না বুঝিয়া,
পা দিলাম তোমার ফাঁদে,
ইচ্ছে থাকলেও উপায় নাই,
ছটফটিয়ে হৃদয় মোর কাঁদে।

কি স্বপ্ন দেখাইয়া করলি যে পাগল,
হৃদয় মোর ছন্নছাড়া হইলাম যে বোকা,
ফাঁকি দিয়ে লুকিয়ে গেলে,
ভালবাসা নাহি পাইলাম খেলাম দোখা।

নকল তুমার ভালবাসা ছিল অভিনয়,
ভালবাসার নামে দিলে মিথ্যে আশা,
পাগল করিয়া মোরে করিলে ছলনা,
মিথ্যে এই দুনিয়ায় পাইনি ভালবাসা।