ফোঁসছে নদী উপছে পানি
বাড়ছে কষ্ট দুঃখ-গ্লানি,
ভাসছে স্বপ্ন ভাসছে বাড়ি
ভাঙ্গছে নদী ছিড়ছে নাড়ি।


ডুবছে পাড়া সর্ব-হারা
বাড়ছে ক্ষুধা-হাসছে কারা?
ভাঙ্গছে নিয়ন্ত্রণ ইঁদুর দোষী
ফাঁসিয়ে ইঁদুর- তেনারা খুশী।


ডুবছে আনন্দ ভাসছে বাজার
ডুবছে মাঠ-ঘাট শত-হাজার,
বিলীন কোলাহল মলিন হাসি
দুঃখ ছড়াচ্ছে জল-রাশি।


কষ্টে নীল হয় নারী ও শিশু
বোবা কান্নায় অবলা পশু,
সিক্ত নয়নে রিক্ত জনতা
যুজছে নিয়ত খুঁজছে মমতা।


ত্রাণ দিচ্ছে কেহ হৃদয়ের কান্নায়
মানবতা উঁকি দেয় মন-ভাঙ্গা বন্যায়,
কেহ কেহ ত্রাণ নিয়ে বিনোদনে ভাসছে
সব দেখে বিধাতা আড়ালে হাসছে।


ঘুরে-ফিরে বার বার বন্যা আসিবে
নিদারুণ কষ্টেও অর্বাচিন নাচিবে!
বন্যা মোকাবেলায় এসো মোরা এক হই
কষ্টটা ভাগ করে একসাথে বেঁচে রই।