যে ছেলেটি ড্রেণের পাশে বস্তির ঘরে থাকে
নোংরা শরীর, ছেড়া জামায় কষ্ট লেগে থাকে
ঈদের দিনে তাকে তুমি আপন করে নিও,
তোমার প্রিয় জামা থেকে একটি জামা দিও।।


যে মেয়েটি নর্দমার পাশে খুপড়ী ঘরে থাকে
চোখের তারায়, ঠোঁটের কোনে দুঃখ ঝুলে থাকে
ঈদের দিনে তাকেও তুমি মনের কোনে রেখো,
জমাট-বাধা কষ্টের উপর ভালোবাসা মেখো।


যে ছেলেটি বাদাম বেঁচে ট্রেণে-লঞ্চে-বাসে
রোদ-বৃষ্টি, রোগে-শোকে কেউ থাকে না পাশে
ঈদের দিনে তার জন্যও কিছু একটা করো,
মোনাজাতে স্রষ্টার নিকট তাকে তুলে ধরো।।


যে মেয়েটি স্বজন-হারা, পরের ঘরে থাকে
সকাল-সন্ধ্যা কাজের মাঝে স্বপ্ন ভুলে থাকে
ঈদের দিনে খুশীর মাঝে তাকেও পাশে রেখো,
ভালোবাসার রঙ-তুলিতে ঈদের দিনটা এঁকো।।