আমার এখন নড়-বড়ে সব রাত
ঘুমের সাথে স্বপ্নের চলছে আড়ি,
কষ্টগুলো রাতের কালোয় মিশে
কান্না-ভেজা আমার ভাঙ্গা বাড়ি।


আমার এখন মেঘে ঢাকা চাঁদ
ক্ষুধার সাথে বোধের কোলাহল,
নুনের সাথে পান্তার নেইকো প্রেম
ঝরা পাতায় শুকোয় চোখের জল।


আমার এখন পালিয়ে বেড়ায় আশা
ভালোবাসা গেছে অন্য বাড়ি,
চাওয়ার সাথে পাওয়ার হয় না মিল
উল্টো পথে চলছে আমার গাড়ি।


আমার এখন চারিদিকে দেয়াল
পিঠের সাথে দেয়াল মিশে আছে,
কাদা-জলে, ডুব-সাতারে বাঁচি
গাছের ছায়াও আর ডাকে না কাছে।


বন্ধুরা সব তোমরা কেমন আছো?
তোমরা নাকি স্বপ্ন বেঁচো দামে?
তারার দ্যুতি, ভরাট চাঁদের আলো
তোমরা নাকি বিলাও রঙ্গিণ খামে?


তোমরা তো সব উড়ছো সুখের হাওয়ায়
ডানায় ডানায় লোভও থাকে মিশে,
আমি কি আর সুখের নাগাল পাবো?
সুখের সাথে আমার বিরোধ কিসে?