একটি মানুষ কষ্টে কাঁদে, একটি মানুষ হাসে,
একটি মানুষ ডুবতে থাকে, একটি মানুষ ভাসে।
একটি মানুষ বিশাল হৃদয়, একটি মানুষ নিঠুর,
একটি মানুষ সরল সহজ, হৃদয়টা তার শিশুর।
একটি মানুষ ভন্ড অতি, একটি মানুষ চালাক,
একটি মানুষ আঁধার প্রেমিক, আলোকে দেয় তালাক।
একটি মানুষ সুবিধাবাদী, একটি মানুষ শঠ্,
একটি মানুষ ভেজাল অতি, লাগায় শুধু জট।
একটি মানুষ কথার পাগল, কথার মালা গাঁথা,
একটি মানুষ স্বল্পভাষী, অল্প তাহার কথা।
একটি মানুষ বর্ণচোরা, অনেক তাহার রূপ,
অকারণে হৈ হৈ রব, কাজের বেলায় চুপ।
একটি মানুষ সুখের পাগল, টাকার পাহাড় গড়ে,
একটি মানুষ ভাতের পাগল, রক্তিম ঘাম ঝরে।
একটি মানুষ লোভী মানুষ, অট্টালিকায় বাস,
একটি মানুষ বস্তিবাসী, দুঃখ বারো মাস।
একটি মানুষ প্রেমিক হৃদয়, প্রেমের মাঝে বাস,
একটি মানুষ হৃদয় খুড়ে, করে দুঃখের চাষ।
একটি মানুষ উদাস হৃদয়, লোকটা তবে কবি,
একটি মানুষ উসকো-খুসকো, আঁকে প্রাণের ছবি।
হরেক মানুষ, হরেক রকম, হরেক মনের মেলা,
মনের সাথে মন মিলিয়ে, চলছে মনের খেলা।