একুশ আসে ফাগুন মাসে, মায়ের মুখে বাংলা হাসে,
বীর বাঙালির বিজয় গাঁথা স্থান করে নেয় ইতিহাসে।
একুশ আসে কৃষ্ঞ-চূড়ায়, স্বাধীনতার স্বপ্ন উড়ায়,
পলাশ-শিমুল ফুলের গন্ধে অধিকারের গল্প ছড়ায়।
একুশ আসে ধানের ক্ষেতে, বাঁশের বাঁশির সুর ঝরাতে,
দেশ-প্রেমিকের দীক্ষ্মা দিতে, একুশ আসে প্রতি প্রাতে।
একুশ আসে বুক চিতিয়ে, স্বাধীন দেশের অবাধ বুকে,
আবাল-বৃদ্ধা-শিশুর মুখে, দামাল যুবার জয়ের সুখে।
একুশ আসে মাতৃ-ভাষায়, মায়ের ভাষায় কাঁদায়-হাসায়,
ভাষার জন্য প্রাণ দিয়েছে, এমন জাতি কে কোথায় পায়?
একুশ আসে প্রাণে প্রাণে, কৃষক-মজুর-মাঝির গানে,
গাছে গাছে পাখির গানে, ভাষার এ জয় একুশ আনে।
একুশ আসে ভালোবাসায়, আশার নদী নৌকা ভাসায়,
বাংলার মাটি মর্যাদা পায় বিশ্ব-বাসীর ভালোবাসায়।
একুশ আসে বর্ণ-মালায়, অন্ধকারে আলো জ্বালায়,
শহীদ ভাইদের আত্ম-দানে মাতৃ-ভাষা মর্যাদা পায়।
একুশ এলেই সাহস আসে, স্বাধীনতার সূর্য্য হাসে,
বাঙালিরা এক হলে তো, প্রতিদিনই একুশ আসে।