স্বাধীনতা মানে মনের সুখে প্রাণের কথা বলতে পারা,
সত্য এবং ন্যায়ের পক্ষে বীরের মতো লড়তে পারা।
স্বাধীনতা মানে ইচ্ছে হলেই পাখির ডানায় ভাসতে থাকা,
রক্তে পাওয়া মানচিত্রটায় সোনার বাংলার ছবি আঁকা।
স্বাধীনতা মানে ঘরে ঘরে অধিকারের মুক্ত হাওয়া,
সুশাসনে একশত আর দুর্নীতিতে শূণ্য পাওয়া।
স্বাধীনতা মানে বাংলা মায়ের মুখে মুখে অবাধ হাসি,
হিংসা, বিদ্বেষ, বিভেদ ভুলে চলতে পারা পাশাপাশি।
স্বাধীনতা মানে সাহস নিয়ে ইতিহাসের সত্য বলা,
সাম্যের সমাজ গড়ার জন্য দৃপ্ত-পায়ে সামনে চলা।
স্বাধীনতা মানে কৃষক-শ্রমিক-মেহনতীর মুক্তির গান,
দেশের ভালো করতে পারা প্রাণে প্রাণে মিলিয়ে প্রাণ।
স্বাধীনতা মানে স্বপ্ন নিয়ে আশায় আশায় বাঁচতে পারা,
ভালোবেসে হেসে হেসে জীবনের গান গাইতে পারা।
স্বাধীনতা মানে দেশের জন্য মরতে পারা লড়াই করে,
বাঁচতে পারা বুকের মাঝে দেশ-মাতাকে আকড়ে ধরে।
স্বাধীনতা মানে হৃদমাঝারে লাখো শহীদের অমোঘ স্মৃতি।
হার মানে না আমার এ দেশ, বাঙালি তো বীরের জাতি।