নিষ্পাপ নাফ নদী কার রক্তে রাঙ্গা?
এ’রা তো মানুষ, নাকি শুধুই রোহিঙ্গা?
অসহায় নারী-শিশু লাশ হয়ে ভাসছে,
রক্তের স্বাদ পেয়ে হায়েনারা নাচছে।
নিরস্ত্রকে তাক করে কাপুরুষের অস্ত্র,
কেড়ে নিচ্ছে সহায়-সম্বল সভ্যতার বস্ত্র।
হিংসার আগুনে মানবতা জ্বলছে,
শান্তি কী বনবাসে? নিপীড়ন চলছে।
বিশ্ব-বিবেক কোথায়? কোথায় গেল অধিকার?
ভয় কিসের প্রতিবাদে? প্রতিবাদে ক্ষতি কার?
অহিংসা পরম ধর্ম- বৌদ্ধদেব বলছে,
হিংসার নোংরা পায়ে অহিংসা দলছে।
কার দোষে নারী-শিশু লাশ হচ্ছে দৈনিক,
জেগে জেগে ঘুমুচ্ছেন শান্তির সৈনিক।
জীব-হত্যা মহাপাপ-থাকবে কী বাণীতে?
সম্ভ্রম হারিয়ে নারী বেঁচে আছে গ্লানিতে।
সমস্যার সমাধানে গড়ে উঠুক একতা,
দূর হউক অন্ধকার-জয়ী হউক মানবতা।