কনকনে শীত আনে কুয়াশার চাদর,
কম্বলের ওম যেন প্রেয়সীর আদর।
খেঁজুরের রসে ভরা চিতই-পুলি,
যাদু-মাখা মায়ের হাত, কীভাবে ভুলি?
ঘাসের ডগায় ডগায় রূপোর ঝিলিক,
তাপ খুঁজে হয়রাণ চড়ুই-শালিক।
গাছে গাছে ভরপুর রসের হাড়ি,
হিম শীতে ডগমগ শীতের বুড়ি।
হলুদ-বরণ জামা পরা সরষে ক্ষেতে,
মৌমাছির উড়াউড়ি প্রেম-মধু পেতে।
আদুরে লাউ দুলে খড়ের মাচায়,
এক পায়ে বসে বক, কীসের আশায়?
অতিথি বক আসে দূর দেশ থেকে,
শীত শেষে চলে যায় ভালোবাসা এঁকে।
অট্টালিকায় ঝলকায় স্বপ্ন-ফানুস,
ফুটপাতে যারা ঘুমায় তারাও মানুষ।
যে শিশুটা কাঁপছে কনকনে শীতে,
দু’হাত বাড়াই এসো ভালোবাসা দিতে।
প্রকৃতির নিয়মে সবুজ এ দেশে,
বারে বারে এসো শীত হেমন্তের শেষে।