ধোঁয়ায় ঢাকা বিকেলে, হাঁসফাঁস শহরে

এক ফোঁটা শান্তিতে আপনাকে চাই,

আপনার চোখে ঝরা নীলের মেঘে

একটুখানি বিশ্রাম চাই।

বহুদূর হেঁটে এসে,,,,

রোদে পুড়ে, ধুলোয় মাখা পথ পেরিয়ে

আপনার দু হাতের আশ্রয়ে চাই,

একটু নির্ভরতা,একটু ভালোবাসা,

একটু "আমি আছি" বলে পাশে থাকা চাই।

এই জীবন ভালবেসে—

ছোট ছোট স্বপ্ন বুনে,

আঘাত-পাওয়া দিন গুলোর ভেতরেও

আপনাকে চাই বারবার,

চাই নিঃশব্দে, গভীরতায়, একান্ত ভাবে।

আপনাকে চাই—

কবিতার ছায়ায়, হৃদয়ের গহীনে,

জন্ম থেকে মরণ পর্যন্ত চাই,

প্রতিটি দহন-অন্তরালে চাই।

প্রতিদিন নতুন করে, বারেবারে,

চিরকাল এই মনে আপনাকে চাই।