সকাল কিংবা সায়াহ্নে,কেউ ফেরার নেই
অথচ মনে হয় আমি অপেক্ষা করে আছি !
কোথাও কোন অসম্পূর্ণতা নেই
অথচ  মনে হয় ;আমি সম্পূর্ন দিকশুণ্য!
দিন কিংবা রাত;কেউ কথা বলার নেই!
অথচ মনে হয় আমি অপেক্ষা করে আছি!
রাত তবুও জেগে থাকে ভোরের আশায়
আমাকে জাগিয়ে রাখে কোন হতাশায়!
কাগজ কিংবা মুঠোফোনের প্রান্ত ছুঁয়ে কেউ ফেরার নেই
অথচ মনে হয় আমি অপেক্ষা করে আছি!
নিস্তব্দ মধ্যরাত কোথাও কোন শব্দ নেই,ডাকছে না কেউ
অথচ মধ্যরাতে বুকের ভেতর ভাঙ্গনের ঢেউ!
কোথাও ফোটেনি ফুল বাগান উজাড় করে,কলিরা নিষ্প্রাণ
অথচ রাতভর নাকে আসে হাসনাহেনার ঘ্রাণ,
এখনো কাটেনি রাত অন্ধকার চারদিক
অথচ আমাতে লাগে সুবহে সাদিক !
অন্ধকার তবুও কেটে যায় রাত হলে ভোর
অথচ আমার দিবস জুড়ে অমানিশার ঘোর।