পৌষের এক গোধূলী লগ্নে বসে গঞ্জের নৌঘাটে।
পাখিরা তখনো ফিরিনি নীড়ে।
দুঃখের স্রোতে ভিড়ে নি ডিঙি।
হৃদয়ের গভীর ক্ষত থেকে অগ্নুৎপাত থেমে থেমে।
অজানা সংশয় চিন্তা আনে বিষণ্ণ মনে!
দুঃখ গুলো তখনি গোধূলী আঁধারে যায় মিশে।
আগর বাতি ধোঁয়া আসছে যেন হৃদয়ের গহীন ক্ষত  থেকে।
বিষণ্ণ বাতির গন্ধে  মরে যাচ্ছি যাচ্ছি ভেবে !
নদীর ওপারের স্তিমিত আলোতে
ছড়িয়ে পরে মন মহাকালের পানে,
এ জীবন বেচেঁ নেই তোমার মহাপ্রস্থানে
এ হৃদয় দুঃখ কষ্ট বুকে নিয়ে শূন্যে চেয়ে থাকে