এইযে শুনেন না,,,,,,
আপনি শুভ রাত্রি বলেননি বলে
রাত্রিটা থমকে গেছে মধ্যরাতের উঠোনে ।


আপনি একটু একটু করে দূরে  সরে গেলে,
আমি তো খুব করে টের পাই।
টের পাই কাছে থাকার নিদারুণ আকুতি।


এইযে মহাসত্য, মহা তথ্য.......…
প্রখর রুদ্র মাড়িয়ে যেতে ছায়া লাগে।
মানুষ কে চেনা যায় একটু পথ পেরোলে।
বেলা বেড়ে গেলে - ছায়া যায় সরে ,
ভালোবাসা হয়ে গেলে - মানুষ যায় দূরে।


এই জন্য ভালোবাসি বলতে নেই,
কারণ ভালোবাসি বলা হয়ে গেলেই।
বেড়ে যায় দূরত্বের দেয়াল,
প্রিয়জন হয়েও প্রিয় মানুষের রাখে না খেয়াল।
স্বার্থের দুনিয়ায় এটাই মানুষের রীতি।