এত ভালোবাসার খুনসুটি হরিণী চোখা শুধু তুমি


হে অষ্টাদশী ভালোবেসে রাঙ্গিয়ে দিব তোমার ভুবন


রেশমি চুড়ি,পাতার বাঁশি রঙিন খেলনার মতোন


ভালোবাসি তোমার চুলে গোজানো ফুলের খোঁপার বাঁধান,


ভালোবেসি বলে দূরদেশে রেখে অভিমানী মনের কাঁদন।


ভালোবাসি তোমার  হরিণী চোখের মায়া


আমার আকাশে মেঘের আড়ালে দেখেছি তোমার ছায়া


তুমি হীন রাতের আকাশে কখনো ভুল করে চাঁদ ওঠে না


দিনের ও নির্দিষ্ট সীমানা থাকে সূর্য পূবালী আকাশে ওঠে


আযমী পথিক ক্লান্ত হয়ে বৃক্ষ ছায়ায় বসে


আমিও তোমায় সারাজীবন যাবো ভালোবেসে


একটি বার যদি কাছে পেতাম ভালোবেসে।


না বলা কথা তবে কি শুনবে না অভিমান করে।