হে দূরের সিলেটি ভালোবাসি কি করে বলি


প্রথম দর্শনে থমকে দিলে আমার পৃথিবীর ঘুর্ণায়ন,হৃদস্পন্দন


হে সুন্দরী মেয়ে অপলক দৃষ্টিতে ছিলাম চেয়ে


সমস্ত সুখ শান্তি আমার দিকে আসছে যেন ধেয়ে


তুমি তো সিলেটের  সূর্য অন্যদিকে আমি খুব নগণ্য



ওহে সিলেটি কি করে বুঝায় তোমাকে যে ভালোবাসি


যতোই চক্ষু আড়াল মনের আড়াল হও না কেন


শুধু জেনে নিও এতটাই ভালোবাসি


দেখেছি তোমার এর এক চিলতে হাসি


আমি জীবন উৎসর্গ করতেও রাজি


দেখে তোমার মায়াবী চোখ নিমিষেই ভোরে গেছে বুক


দেখে তোমার বাহারি ধূসর কালো কেশ


আমি যেন হয়ে যাই নিরুদ্দেশ


দেখে তোমার সুন্দর নোলক


আমি তাকিয়ে থাকি অপলপ


দেখে তোমার পায়ের নুপুর  কাটিয়ে দিব হাজারো দুপুর


দেখে তোমার কানের দুল গুজিয়ে দিব খোপায় ফুল


দেখে তোমার কোমরের বিচা


বরণ করে নিব মৃত্যুর ভিসা


দেখে তোমার গলার হার জেগে জেগে হাজারো নিশী করব পার