চুরি করে মাছ খেয়ে পড়েছো ধরা!
হাতেনাতে নয়, তবে ফুটেছে কাঁটা।
“উঁহ্! মরি মরি কাটার জ্বালায়,
অসহ্য ব্যথায়—গলাটা যায় যায়!”
কি যে করি, ভেবে মরি—হই দিশেহারা,
হুজুর তো নই যে, দেবো পানিপড়া।
না তো ডাক্তার, নাই-বা ওঝা,
না তো আমি সাপুড়ের রাজা।
আমি কবি, তবে কবিরাজ নই—
যে তাবিজ দেব ঝুলিয়ে গলায়।
তবু কবিরাজ না হলেও তো কবি,
আর সাথে প্রেমিকরাজ বটে!
তাই তো দিলাম চুম্বন, আর—
লিখলাম কবিতা।
তিনবেলা খেও, আর দুবেলা পড়ো,
যদি কিছু পাও—হৃদয়ে ধারণ কোরো।