আমার এই শহরে জীবনের কোন মূল্য নাই-
পথে পথে মানুষ প্রাণ ভিক্ষা চায়,
রাস্তাঘাটে প্রাণ যায়, মালিকের খবর নাই
ঝড়ে পড়ছে পরিবারের প্রদীপ অনিরাপদ ব্যবস্থায়;
নিশি নিশি বাড়ছে দ্রব্যের মাত্রাহীন দাম
পেটে জুটে না খাবার, "মাথাপিছু ডলারে কি কাম?"
বড়লোকের দাপটে টাকার অযথা অপচয়
ঠিকমতো খাবার পাই না, জীবনে কিসের ভয়?
"ঘরে বাচ্চা আছে না খেয়ে, দু-চার টাকা বাড়ায় দেন"
"সুযোগ পাইলে যা মন চাই কইবি?" "চড় দুটা বসায় দেন"
গরিব-মধ্যবিত্তের বেহাল দশা ভাবার কেউ নেই
বাতির আলো নিভে আসছে, তেল মারার কমতি নেই
গার্ডার পড়ে জীবন যায়, এতে কার কি ক্ষতি?
ঊর্ধ্বগতি কিবা নিম্নগতি মসনদে নাই কিছুর কমতি
আজ বুঝি দেশ রসাতলে, দুর্নীতির বেড়াজালে
কতকিছু হয়ে যাচ্ছে, পোশাক ধারীর অন্তরালে;
জীবনের মূল্য অর্থহীন, বাবাই বুঝে বাস্তবতা কত কঠিন?
বলার কোন ভাষ্য নাই, অনিরাপদ যাত্রায় কিসের সম্মুখীন?
টেন্ডার হয়, কোটি কোটি টাকার হিসেব হয়
অথচ সে টাকায় আরো কয়েক কাজ নিমিষে হয়।
দুর্নীতির দুষ্টচক্র থেকে বের হওয়া বড় দায়!
মুদ্রাস্ফীতির অন্তরায়, দাদা- বেহেশত খুঁজে বেড়ায়।
"চুপ থাক, মিঞা। কথা বললে খবর আছে।"
অনিরাপদ জীবন নিয়ে আজ মরে নাকি বাঁচে?